সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- বাংলায় ব্যবসা করতে হলে বাংলা ভাষা ব্যবহার করতে হবে ও স্থানীয়দের চাকরি দিতে হবে। এই দুই দফা দাবিতে দুর্গাপুরের গোপাল মাঠের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি বেসরকারি হোটেলের সামনে বিক্ষোভ দেখাল স্থানীয় ভূমি রক্ষা কমিটি। এলাকাবাসীদের সঙ্গে নিয়ে এদিন হোটেল চত্বরে চলে তুমুল বিক্ষোভ।
ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় এদিন বলেন, “এ মাটি বাংলার এ মাটি গোপালমাঠের। কিন্তু বেসরকারি হোটেলে বড় বড় করে হিন্দি আর ইংরেজিতে হোটেলের নাম। বাংলা ভাষা কোথাও স্থান পায়নি। এছাড়াও এই হোটেলে কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের। ফলে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। দ্রুত হোটেলের নাম বাংলায় লিখতে হবে এবং স্থানীয়দের কাজ দিতে হবে।” পাশাপাশি তিনি জানান হোটেল কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। যদিও হোটেল কর্তৃপক্ষের তরফে এবিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।