সংবাদদাতা,বাঁকুড়া:- ‘পড়াশুনার খরচ কমানো’র দাবীতে বাঁকুড়া জেলাশাসককে ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন। মঙ্গলবার সিপিএম সমর্থিত এই দুই সংগঠনের সদস্যরা সকলের জন্য কর্মসংস্থান, রাজ্যে শিল্প স্থাপন, ন্যুনতম ছ’হাজার টাকা বেকার ভাতা, আদিবাসী হোষ্টেল পুনরায় চালু, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে হোষ্টেল পরিষেবা চালু সহ দশ দফা দাবী জানিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে মিছিল করে পৌঁছান। পরে তাদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে পৌঁছে তাদের দাবীপত্র তুলে দেন। যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ডেপুটেশনে অংশ নিয়ে ঐ সংগঠন গুলির পক্ষে প্রদীপ পণ্ডা বলেন, সরকারী অফিস গুলিতে এই মুহূর্তে যা শূণ্যপদ তাতেও সকলের কর্মসংস্থান সম্ভব নয়। সেকারণে রাজ্যে শিল্প স্থাপনের পাশাপাশি ন্যুনতম ছ’হাজার টাকা বেকারভাতা দেওয়ার দাবী তাদের সংগঠন জানাচ্ছে। রাজ্যের কলেজ গুলিতে বিরোধী সংগঠন গুলিকে কাজ করতে দেওয়া হচ্ছেনা বলেও তিনি অভিযোগ করেন। একই সঙ্গে এই সমস্ত দাবীতে তারা আগামী ১২-১৩ সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে সারা রাজ্যের ছাত্র যুবরা অংশগ্রহণ করবেন বলেও তিনি জানান।