নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ডাম্পারের চাকা ফেটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িতে ধাক্কা মেরে উল্টো দিকের রাস্তায় ঢুকে পড়লো একটি ডাম্পার। ঘটনা দুর্গাপুরের ফার্টিলাইজার কারখানার গেট সংলগ্ন রাস্তার। জানা গেছে, রবিবার কারখানা সংলগ্ন রাস্তায় একটি ডাম্পারের চাকা ফেটে গেলে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি কয়লা বোঝাই লরিকে ধাক্কা মেরে উল্টো দিকের রাস্তায় চলে যায়। এই দুর্ঘটনার মাঝেই সামনে থেকে আসা একটি ডাম্পার দ্রুত গতিতে ব্রেক করতে না পেরে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ি দুটিতে ধাক্কা মারে। তিন লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন তিন জন। দুর্ঘটনার খবর পেয়ে নিউটাউনশিপ থানার পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে পানাগড়ের রেলপাড় এলাকায় রাস্তার পাশের ইলেকট্রিক পোলে শর্ট সার্কিটের জেরে ধোয়া বেরনোর জেরে আতঙ্ক ছড়ায়। ধোঁয়ার সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাস ছড়াতে থাকায় এলাকার বাসিন্দারা স্থানীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্মীদের বিষয়টি জানালে তারা গিয়ে পরীক্ষা করে জানান ধোঁয়া থেকেই গ্যাসের গন্ধ ছড়িয়েছে। তড়িঘড়ি ইলেকট্রিক অফিসে জানানো হলে বিদ্যুৎ বন্টন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পোলটি পরীক্ষা করে জানান শর্ট সার্কিটের কারণে পোলের আর্থিং ফেল হয়ে যাওয়ায় এই বিপত্তি। পরে তারা তা ঠিক করলে হাঁফ ছাড়েন এলাকার বাসিন্দারা।