নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ দুর্গাপুরের ইস্পাত কলোনীর নাগার্জুন বস্তির বাসিন্দা রাম যাদব। গত পাঁচ মাস আগে ওই যুবক এক বেসরকারি ফাইনান্স কোম্পানির মাধ্যমে একটি বাইক কিনেছিল। প্রথম কয়েক মাস গাড়ির কিস্তির টাকা ঠিকঠাক দিলেও গত মাসে নির্দিস্ট তারিখে গাড়ির ফাইনান্সের টাকা দিতে পারেনি ওই যুবক। পরিবারের দাবি, গাড়ির টাকা ঠিকসময়ে দিতে না পারায় ওই ফাইনান্স কোম্পানির কয়েকজন আধিকারিক বাড়িতে এসে রাম যাদব নামে ওই যুবককে অপমান করে এবং তার গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায়। এরপর রাম নামে ওই যুবক ফাইনান্সের টাকা যোগাড় করে গাড়ীর শোরুমে ফোন করলে সেখান থেকে তাকে জানানো হয় তার গাড়িটি ফাইন্যান্স কোম্পানির কাছেই রয়েছে। ঘটনার পর দিন কয়েক কেটে গেলেও গাড়ি ফেরত না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে মঙ্গলবার রাতে ঘরের ভেতরে থাকা পরিবারের লোককে তালা দিয়ে আটকে রেখে বাড়ির সামনেই একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। পরিবারের চীৎকারে আশেপাশের লোকজন বাইরে বেরিয়ে এসে রামকে ওই অবস্থায় দেখে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রাম যাদব নামে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।