নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ বহুপ্রতীক্ষার পর দুর্গাপুর-বাঁকুড়া মোড়ে নতুন ব্রিজের উদ্বোধন হয়েছে দিন কয়েক আগেই। কিন্তু নতুন ব্রিজ চালু হওয়ার পরেই ঘটল বিপত্তি। ব্রিজের ভারবাহী ক্ষমতা বজায় রাখতে ব্রিজের নিচে স্টিল প্লেট জোড়া লাগানোর জন্য যে নাট বোল্ট লাগানো হয়েছে সেই নাটবোল্ট খুলে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুস্কৃতির বিরুদ্ধে। ঘটনার ভয়াবহতা আঁচ করে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের পিছু ধাওয়া করে একজনকে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়কেজন ব্যাক্তি ব্রিজের নিচের নাটবোল্টগুলি খুলে নিচ্ছিল। তাদের সন্দেহ হওয়ায় তখনই ওই অভিযুক্তদের পিছু ধাওয়া করলে দুজন পালিয়ে যায়, একজন ধরা পড়ে। তাদের বক্তব্য, প্রতিদিন নতুন এই ব্রিজ দিয়ে বাস, লরিসহ ভারী পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। এই নাট বোল্টগুলি খুলে নিলে যেকোনো সময় ব্রিজে ফাটল বা ব্রিজ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীদের দাবি, পুলিশের এই ঘটনার তদন্ত করুক।
অন্যদিকে স্থানীয় ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি জানান, যে কয়েকটি নাট বোল্ট খুলেছিল তা বিক্রি করে খুব বেশি টাকা রোজগার করা যেত না। তার বক্তব্য, এর পিছনে কোন বড়সড় নাশকতার ছক রয়েছে কিনা তাও পুলিশের তদন্ত করে দেখা উচিত।