নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ অন্ডালের পতঞ্জলী বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতেই এবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে অগ্নিকান্ড। কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেল সম্পূর্ণ দোকান। জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত্রে আচমকায় বেনাচিতির একটি দোকানে আগুন লেগে যায়। আগুন লাগার সময় বেনাচিতি বাজারে মাছের গাড়ি ঢুকছিল, সেইসময় তারাই প্রথম দেখতে পান কাপড়ের ওই দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় ব্যবসায়ী ও দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে কাপড়ের দোকানের বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে গিয়েছে। দোকান মালিকের বয়ান অনুযায়ী আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ ৪০ হাজার টাকাও আগুনে পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি।