নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ আজ বৃহস্পতিবার, ৬ই আগস্ট দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ভিড়িঙ্গী শ্মশানকালী মায়ের ১৬৭তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তাই আজ সাজো সাজো রব মন্দির চত্বরে। প্রত্যেক বছর এই বিশেষ দিনে মায়ের দর্শন পেতে বহু দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে। এই বিশেষ দিন হল মায়ের প্রতিষ্ঠা দিবস। বছরের বারো মাসই মন্দিরে ভক্তদের সমাবেশ ঘটেই থাকে। কিন্তু এই বিশেষ দিনে হাজার হাজার মানুষের ভিড় জমানোর পেছনেও রয়েছে বিশেষ কারণ। মা এখানে খুবই জাগ্রত। নিজের ও পরিবারের মনোকামনা পূরণ করতে বহু মানুষ মায়ের কাছে মানত করেন। বহু ভক্তের মনোকামনা বছরের পর বছর ধরে পূরণও করে আসছেন মা। তাই দিন দিন বেড়েছে মায়ের ভক্তের সংখ্যাও। লোকমুখে এবং স্বচক্ষে দেখা অভিজ্ঞতা দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য জানাই, এই ভিড়িঙ্গী শ্মশান কালীমন্দিরে মায়ের বিগ্রহের প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটি ত্রিশূল। মায়ের প্রতিষ্ঠা দিবসে বিগ্রহ প্রতিষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত এক বিশেষ মুহুর্তে এই ত্রিশূল অনবরত কম্পন হতে থাকে।
যতক্ষণ পর্যন্ত মায়ের মূর্তি সঠিক স্থানে প্রতিস্থাপিত না হয় ততক্ষন সেই ত্রিশূল অনবরত কম্পিত হয়। আর এই অলৌকিক ঘটনার সাক্ষী থাকতেই প্রত্যেক বছর এই বিশেষ দিনে মন্দিরে জনজোয়ার নামে। ভক্তদের বিশ্বাস, ত্রিশূল নাড়িয়েই মা জানান দেন যে তিনি আছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মন্দিরে সারাদিন পূজা-অর্চনার পাশাপাশি চলে নামকীর্তন। থাকে অন্নভোগের ব্যবস্থাও। মায়ের মন্দিরে এসে প্রসান না নিয়ে কেউই ফেরত যান না।