eaibanglai
Homeদক্ষিণ বাংলা১৬৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ত্রিশূল নাড়িয়েই মা জানান দেন, তিনি আছেন

১৬৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ত্রিশূল নাড়িয়েই মা জানান দেন, তিনি আছেন

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ আগামী ৬ই আগস্ট দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ভিড়িঙ্গী শ্মশানকালী মায়ের ১৬৭তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তাই সাজো সাজো রব মন্দিরে। প্রত্যেক বছর এই বিশেষ দিনে মায়ের দর্শন পেতে বহু দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে। এই বিশেষ দিন হল মায়ের প্রতিষ্ঠা দিবস। বছরের বারো মাসই মন্দিরে ভক্তদের সমাবেশ ঘটেই থাকে। কিন্তু এই বিশেষ দিনে হাজার হাজার মানুষের ভিড় জমানোর পেছনেও রয়েছে বিশেষ কারণ। মা এখানে খুবই জাগ্রত। নিজের ও পরিবারের মনোকামনা পূরণ করতে বহু মানুষ মায়ের কাছে মানত করেন। লোকমুখে এবং স্বচক্ষে দেখা অভিজ্ঞতা দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য জানাই, এই ভিড়িঙ্গী শ্মশান কালীমন্দিরে মায়ের বিগ্রহের প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটি ত্রিশূল। মায়ের প্রতিষ্ঠা দিবসে বিগ্রহ প্রতিষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত এক বিশেষ মুহুর্তে এই ত্রিশূল অনবরত কম্পন হতে থাকে। আর এই অলৌকিক ঘটনার সাক্ষী থাকতেই প্রত্যেক বছর এই বিশেষ দিনে মন্দিরে জনজোয়ার নামে। ভক্তদের বিশ্বাস, ত্রিশূল নাড়িয়েই মা জানান দেন যে তিনি আছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মন্দিরে সারাদিন পূজা-অর্চনার পাশাপাশি চলে নামকীর্তন। থাকে অন্নভোগের ব্যবস্থাও। মায়ের মন্দিরে এসে প্রসান না নিয়ে কেউই ফেরত যান না। গত বছর চ্যানেল এই বাংলার সদস্যরা মায়ের প্রতিষ্ঠা দিবসে হাজির ছিল। তাই মায়ের আশীর্বাদ পেতে আপনাদের সকলকে আগামী ৬ই ডিসেম্বর ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে উপস্থিত থাকার জন্য রইল নিমন্ত্রণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments