eaibanglai
Homeএই বাংলায়বাসকোপা শিল্পতালুকে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিজেপির পথসভা

বাসকোপা শিল্পতালুকে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিজেপির পথসভা

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ কারখানা শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি, পিএফ, ইএসআই সহ ন্যায্য পাওনা সঠিক সময়ে প্রদানের দাবিতে দুর্গাপুরে বিজপির পথসভা। বুধবার বিকেলে বাসকোপা শিল্পতালুক এলাকার সমস্ত শ্রমিকদের হয়ে পথে নামলেন স্থানীওয় বিজেপি নেতৃত্ব। শ্রমিকদের অভিযোগ, দৈনিক আট ঘণ্টার বদলে কারখানার মালিকরা দীর্ঘদিন ধরে তাদের ১২ ঘণ্টা কাজ করতে বাধ্য করছে। শুধু তাই নয়, সরকারি কড়া নির্দেশিকা থাকলেও এই সমস্ত বেসরকারি কারখানার মালিকরা শ্রমিকদের পাওনা পিএফ, ইএসআই সহ নানান সুবিধা থেকে বঞ্চিত করছে। তাদের অভিযোগ, সঠিক সময়ে বেতন থেকেও কোনও কোনও কারখানার মালিকপক্ষ তাদের বঞ্চিত করছে। পাশাপাশি কারখানায় দূষণের মাত্রা স্বাভাবিকের থেকে বহু গুণ বেশি হওয়া সত্বেও কারখানা কর্তৃপক্ষ আর্থিক মুনাফা লাভের আশায় কারখানায় দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বসিয়েও তা বন্ধ রাখছে। একশ্রেণীর অসাধু শ্রমিক সংগঠনের কর্তা-ব্যক্তিরাও মোটা টাকা আদায় করে এইসমস্ত অভিযোগ ধামাচাপা দিচ্ছেন। শ্রমিকদের আরও অভিযোগ, কাজের জায়গায় তাদের যথাযথ নিরাপত্তাজনিত সাজসরঞ্জাম দেওয়া হয়না। এমনকি নূন্যতম হেলমেট, গ্লাভস এমনকি সেফটি বুট পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সরবরাহ করেনা। ফলস্বরূপ দৈনন্দিন বিভিন্ন কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটলেও সেদিকে হুঁশ নেই মালিকপক্ষের। এহেন শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বুধবার রাস্তায় নামে বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা লক্ষ্মন ঘরুই, অমিতাভ ব্যানার্জী সহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments