নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের বেপরোয়া বাসের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে গেল যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দুর্গাপুরের এনআইটি সাত নং গেট এলাকায়। জানা গেছে, শুক্রবার বেনাচিতির প্রান্তিকা বাসস্ট্যান্ড থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ দুর্গাপুরের সাত নং গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রথমে সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারে এবং এরপর প্রচন্ড গতিতে রাস্তার পাশে একটি টালির বাড়িতে ধাক্কা মেরে আটকে যায়। বেপরোয়া ওই বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা বাবা ও মেয়ে। প্রচন্ড জোরে শব্দ পেয়ে আশেপাশের লোকজন বেরিয়ে এসে দেখেন যাত্রীবাহী একটি বাস টালির বাড়িতে ঢুকে গেছে, রাস্তায় আহত অবস্থায় পড়ে আছেন দুই বাইক আরোহী। তারাই আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই টালির বাড়িতে থাকা বাসিন্দারা। জানা গেছে, দুর্ঘটনার সময় ছেলেকে স্কুলে পৌঁছাতে গিয়েছিলেন ওই বাড়ির মালকিন আশা যাদব, তাই সেইসময় ঘরে আর কেউ না থাকায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যান তারা। ফিরে এসে দেখেন টালির বাড়ির দেওয়াল ভেঙে বাসটি তার ঘরে ঢুকে গেছে। অন্যদিকে, আসন্ন লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে দুর্ঘটনার শিকার হলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ হেড়োভাঙ্গা গোপালপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডলের হয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলকর্মীরা। সেইসময় ইঞ্জিন ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিন জন তৃণমূল সমর্থক। তাদের হেড়োভাঙ্গা স্থানীয় চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। যদিও অভিযোগ উঠেছে মিছিলে সামিল কয়েকশো বাইক আরোহী কারোর মাথাতেই সেইসময় হেলমেট ছিল না।