নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ নাচের প্রতিযোগিতার নাম করে দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের আড়া গ্রাম এলাকার। জানা গেছে, মহম্মদ হুসেন নামে এক যুবক ওই এলাকায় জনা ১৪-১৫ জন কিশোরীকে নিয়ে নাচের ক্লাস চালাত। গত ১২ই নভেম্বর কলকাতায় নাচের অনুষ্ঠান রয়েছে বলে তার নাচের ক্লাসের এক ছাত্রী ও স্থানীয় এক নাবালিকাকে নিজের সঙ্গে কলকাতা নিয়ে যায়। অভিযোগ, এরপর ওই যুবক তাদের কলকাতায় না নিয়ে সিউড়িতে ওই যুবকের এক বন্ধু মুর্তাজা আনসারীর বাড়ীতে ওঠে। সেখানে রাজু নামে এক যুবকও উপস্থিত ছিল। এরপর ১৫ই নভেম্বর ওই দুই নাবালিকার মধ্যে একজন সুযোগ বুঝে পালিয়ে দুর্গাপুর ফিরে পরিবারের লোককে পুরো বিষয়টি জানায়। পুলিশের কাছে ওই নাবালিকা জানিয়েছে, ১৩ই নভেম্বর তাদেরকে সিউড়ি থেকে দুমকা ও পরে রামপুরহাটে নিয়ে যায়। দিনে একবার খেতে দেওয়া হত বলেও জানিয়েছে ওই নাবালিকা। এরপরেই নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করে সিউড়ি থেকে মুর্তাজা আনসারীকে ও পরে ঝাড়খন্ডের দুমকা থেকে মহম্মদ হুসেনকে গ্রেফতার করে। দুমকা থেকেই অন্য আরও এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত দুজনকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান ওই দুই নাবালিকাকে পাচার করার জন্যই নিয়ে গিয়েছিল অভিযুক্তরা। তাদের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করবে বলে জানা গেছে।