নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ খোদ পশ্চিম বর্ধমান জেলা সিটু সভাপতির গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনা। তাও আবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার এলাকার মতো ব্যস্ত এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ শুধু সিটু সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তীর গাড়ীতেই নয়, তাঁর গাড়িতে ছাড়াও আরও দুটি গাড়ির জানালার কাঁচ ভেঙে মূল্যবান সামগ্রী ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত বুধবার বেলা নাগাদ, বিধাননগর এলাকার বাসিন্দা নুপূর দেবী সিটিসেন্টার বাসস্ট্যান্ড চত্বরে গাড়ি রেখে কাজে যান। অভিযোগ, আধা ঘণ্টা পর তিনি ফিরে এসে দেখেন গাড়ির পেছনের দিকের কাঁচ ভাঙা এবং গাড়ির ভেতরে রাখা তার ব্যাগ উধাও। নুপূর দেবীর দাবী ওই ব্যাগে নগদ টাকা ছাড়াও কিছু সোনার গয়না ও মূল্যবান কিছু কাগজ ছিল। ঠিক এই সময় নুপূর দেবীর গাড়ি থেকে কিছুটা দূরে একটি গাড়ির কাঁচও ভাঙা অবস্থায় দেখা যায়। কিন্তু সেই গাড়ির মালিকের খোঁজ না মেলায় চুরি যাওয়া সামগ্রীর তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার কিছুক্ষন বাদেই সিটিসেন্টার এলাকাতেই নিজের গাড়ি রেখে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা সিটু সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী । কিন্তু ফিরে এসে তিনি দেখেন তাঁর গাড়ির কাঁচ ভেঙে কেউ বা কারা গাড়িতে রাখা ব্যাগ লুঠ করে নিয়ে গেছে। ব্যাগে নগদ টাকা সহ মোবাইল, এটিএম কার্ড ও মুল্যবান কাগজ ছিল বলে জানিয়েছেন বিনয়েন্দ্রবাবু। একই দিনে, একইভাবে পরপর গাড়ীর কাঁচ ভেঙে এইভাবে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সিটিসেন্টার চত্বরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।