eaibanglai
Homeএই বাংলায়খেলার জগতের চাঁদের হাট, দুর্গাপুরে মহামিছিল ক্লাব সমন্বয়ের

খেলার জগতের চাঁদের হাট, দুর্গাপুরে মহামিছিল ক্লাব সমন্বয়ের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ক্লাব শব্দের মানে সংগঠন। আর যেকোনো সংগঠনের প্রধান উদ্দেশ্য হল ঐক্যবদ্ধ জনসংযোগ গড়ে তোলা। এরকমই এক ক্লাব সংগঠন হল দুর্গাপুরের ক্লাব সমন্বয়। দুর্গাপুরের প্রায় শতাধিক ক্লাব মিলে তৈরী হয়েছে এক দশক আগে দুর্গাপুর ক্লাব সমন্বয়। দীর্ঘ প্রায় এক দশক ধরে এই ক্লাবের সমস্ত সদস্যরা নানান সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। কখনও রক্তদান শিবির, কখনও স্বাস্থ্য শিবির কখনও খেলাধূলা আবার কখনও শিশুদের জন্য নানান বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজনে সদা ব্যস্ত থাকে ক্লাব সমন্বয়। প্রতি বছরই ঘটা করে পালিত হয় মহান দেশপ্রেমিক নেতাজীর জন্মদিন, আর সেইদিনই বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা ও দেশাত্মবোধ বিনোদনের অনুষ্ঠান করে এই ক্লাব সমন্বয়। দুর্গাপুরের মানুষের মধ্যে ক্লাব সমন্বয় তাদের একটি বিশেষ স্থান অর্জন করেছে এবং ইস্পাত নগরীবাসীর মনেপ্রাণে তাঁরা রেখাপাত করতে পেরেছেন। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থেকে তাঁরা শিল্পাঞ্চলের মানুষকে সাম্প্রদায়িকতা, জাতিভেদ ও বিপথগামী যুবকদের মূলস্রোতে নিয়ে আসার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বিগত কয়েকবছর ধরে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও তাঁদের এই কাজকর্মের কথা পৌঁছালে তিনি দুর্গাপুরের প্রায় শতাধিক ক্লাবকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়ে এসেছেন লাগাতার দুবছর ধরে। এই টাকা পাওয়ার পরই শিল্পাঞ্চলের প্রতিটি ক্লাবই তাদের ভগ্নপ্রায় ও জরাজীর্ণ ক্লাবগুলিকে মেরামত করে নতুন আকারে আত্মপ্রকাশ করার সুযোগ পায়। এইধরনের সামাজিক দায়বদ্ধ সংগঠনের পাশে সাধারণ মানুষ যে সবসময় থাকবেন সেকথা স্বাভাবিক। সামনেই লোকসভা ভোট, তাই ভোটের মরসুমেও ব্যস্ত ক্লাব সমন্বয়। শনিবার ফের তার এক ঝলক দেখলো দুর্গাপুরবাসী। শনিবার শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যে তাবড় তাবড় ক্রীড়াবিদদের দুর্গাপুরে নিয়ে এসে বিশাল মহামিছিলের উদ্যোগ নিল ক্লাব সমন্বয়। এককথায় ক্লাব সমন্বয়ের প্রচেষ্টায় এদিন দুর্গাপুরে ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের চাঁদের হাট বসলো শিল্পশহরে। জানা গেছে এদিন ভগৎ সিং স্টেডিয়াম ময়দানের অস্থায়ী হেলিপ্যাডে ক্রীড়া ব্যক্তিত্বদের হেলিকপ্টার অবতরণ করে। ক্রীড়াবিদদের মধ্যে উপস্থিত ছিলেন – গৌতম সরকার, সমরেশ চৌধুরী, মানস ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জী, কৃষ্ণেন্দু রায়, বিদেশ বোস, দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো ডেকুনা, রহিম নবি, অলোক দাস প্রমুখ। ভগত সিং স্টেডিয়ামে তাঁদের অভ্যর্থনা জানান দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সাধারণ সম্পাদক স্বপন ব্যানার্জী ও বিশিষ্ট ক্লাব সদস্যগন। চোখে পড়ার মতো উল্লাস ছিল খুদে ক্যারাটে প্রশিক্ষণরত শিশুদের মধ্যেও। তাদের প্রিয় তারকাদের সামনে পেয়ে তারা আপ্লুত। তারপর সেখান থেকে তাঁরা দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা সংলগ্ন পাঁচমাথা মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা তৃণমূল কংগ্রেসের এক মহামিছিলে পা মেলান। মিছিলে পায়ে হেঁটেই পুরোভাগে রোড শোয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের হয়ে আসন্ন লোকসভা ভোটের প্রচারে অংশগ্রহণ করেন ক্রীড়াবিদরা। তাঁরা ছাড়াও মহামিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক উত্তম মুখার্জী সহ বিভিন্ন এলাকার কাউন্সিলার ও কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। মিছিলে পা মেলান দুর্গাপুরের আপামর জনসাধারণও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments