নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ হঠাৎ করেই মাথায় এসেছিল। আর যেই ভাবা সেই কাজ। সম্পূর্ণ ব্যক্তিগত চেষ্টা ও আর্থিক সাহায্যে আস্ত মা দূর্গার মন্দির গড়ে ফেললেন দুর্গাপুরের ব্যবসায়ী শ্রী সাগর গড়াই। দুর্গাপুরের ভগৎ সিং মোড় থেকে চন্ডীদাসের দিকে যেতে প্রধান রাস্তার পাশেই দেখা মিলবে এই দূর্গামন্দিরের। গত বছরই এই মন্দির তৈরীর কাজ শেষ হয়েছিল। তবে এই মন্দিরের বিশেষ আকর্ষন হল মায়ের মূর্তি। মা দশভূজার মূর্তি তৈরী হয়েছে সম্পূর্ণ তামা ও পিতলের সাহায্যে। প্রায় ৫ লক্ষ টাকারও কিছু বেশি টাকা ব্যয় করে কলকাতার এক শিল্পীর হাতের ছোঁয়ায় মায়ের মূর্তি রূপ পেয়েছে। এই বছর দুর্গোৎসবে বেশ জাঁকজমক করেই মন্দিরে পূজোর সূচনা হয়েছে। স্থানীয় ভগৎ সিং মোড় থেকে কিছুটা দূরেই দোকান রয়েছে সাগর বাবুর। আদি বাড়ি খাঁতরার মুকুটমনিপুরে হলেও দীর্ঘ ৪০ বছর ধরে দূর্গাপুরেই বসবাস করছেন তিনি। তাঁর কাছ থেকেই জানা গেল, বছরের কোনও বিশেষ দিনে নয়, এই মন্দিরে সারাবছর মায়ের আরাধনা চলে।