নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের পলাশতলা কলোনি সার্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণ। এই পুজো ম্নডপকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। পুজোর কয়েকদিন যাবৎ এই মেলা প্রাঙ্গণেই প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, দিনের বেলায় সব স্বাভাবিক অথচ সন্ধ্যে নামতেই মেলা প্রাঙ্গণে প্রকাশ্যে জুয়ার বোর্ড বসিয়ে জুয়ার আসর বসিয়েছে এলাকারাই দুই যুবক। ঘটনায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার আলো সাঁতরার বিরুদ্ধে। কারন অভিযোগ উঠেছে যে দুই যুবক ওই মেলা প্রাঙ্গণে জুয়ার ঠেক বসিয়েছিল তারা কাউন্সিলারের ঘনিষ্ঠ। যদিও দুর্গাপুজো প্রাঙ্গণে জুয়ার আসর বসার অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলার আলো সাঁতরা। তাঁর দাবি, আগে মেলা প্রাঙ্গণে জুয়ার রমরমা বাজার চলত, কিন্তু তিনি কাউন্সিলার পদে আসার পর জুয়া ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যদিও, জুয়ার বোর্ড চলার ভিডিও প্রকাশ্যে আসা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কাউন্সিলার আলো সাঁতরা। তবে শুধু যে দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের পলাশতলা পুজো প্রাঙ্গণেই নয়, দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের একাধিক পুজো মণ্ডপে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হয়েছিল দুর্গাপুজো চলাকালীন। সেই নিয়ে প্রশাসনিক স্তরে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।