নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ চালু হওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে খবরের শিরোনামে ছিল দুর্গাপুরের গান্ধীমোড়ে নবনির্মিত বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এবার আরও একবার খবরে এই হাসপাতাল। ওই হাসপাতালে নিয়োগ করা বেসরকারি সিকিউরিটি সংস্থার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে রোগীর পরিজনদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ এতটাই গুরুতর যে, অবিলম্বে ওই হাসপাতালের নিরাপত্তারক্ষী বদলের দাবি তুলেছেন একাধিক রোগীর পরিজনেরা। অভিযোগ, বহু দূর থেকে রোগীদের নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন পরিজনেরা। অথচ, নিরাপত্তারক্ষীরা হাসপাতালের ভিজিটিং টাইমেও রোগীর সঙ্গে দেখা করতে দেয় না। শুধু তাই নয়, ভিজিটিং স্লিপ দেখানো সত্ত্বেও স্লিপ জমা নিয়ে রোগীর পরিজনদের অপেক্ষা করিয়ে রাখারও অভিযোগ উঠেছে এই নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। তাদের এহেন দাদাগিরির প্রতিবাদ করতে গেলে দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, উল্টে রোগীর পরিজনদের জোটে চোখ রাঙানি আর হুমকি। আসলে এই হাসপাতালে যে সংস্থার তরফে নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে, সেই সংস্থার মালিক স্থানীয় ফরিদপুর এলাকারই বাসিন্দা। ঘটনাস্বরূপ, বৃহস্পতিবার আসানসোলের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তার পরিজনকে নিয়ে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে এসেছিলেন। তাঁর অভিযোগ, হাসপাতালে ঢুকতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। হুমকির সুরে তার সঙ্গে কথা বলার অভিযোগ করেছেন ওই পুলিশ আধিকারিক। এই ঘটনা সাংবাদিকদের কাছে পৌঁছালে হাসপাতালে পৌঁছান তারা। নিরাপত্তাকর্মীদের এহেরন দুর্ব্যবহারের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে, এবিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। কিন্তু সংবাদমাধ্যমে এই খবর পরিবেশনের কথা শুনে তাদের বক্তব্য, ভালোই হবে, হাসপাতালের নাম ছড়াবে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, যে হাসপাতালের বিরুদ্ধে ওঠা খবর যদি তাদের পাবলিশিটি স্টান্ট হয়, তাহলে সেই হাসপাতাল থেকে রোগী ও রোগীর পরিজনদের কি পাওয়ার আছে ?