eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে ইস্কনের ভগবৎ পাঠ শুনলো হনুমান, দেখুন ভাইরাল ভিডিও

দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে ইস্কনের ভগবৎ পাঠ শুনলো হনুমান, দেখুন ভাইরাল ভিডিও

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বন্যাপ্রাণী তাতে কি? তাঁরাও তো আমাদের পূর্বজ। আর তাই এবার অক্ষরে অক্ষরে পালন করে দেখাল এক হনুমান। সারা দেশ যখন রথযাত্রা উৎসবে মেতে, তখন একইভাবে দুর্গাপুরের ইস্কনের পরিচালিত অস্থায়ী রথ মন্দির প্রাঙ্গণ চতুরঙ্গ ময়দানেও রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেইমতো গত ৭ই জুলাই দুর্গাপুরের ইস্কন মন্দির কর্তৃপক্ষের তরফে আয়োজন করা হয়েছিল ভগবৎ পাঠ অনুষ্ঠানের। ভগবৎ পাঠ করছিলেন দুর্গাপুর ইস্কন মন্দিরের প্রমুখ মহারাজ শ্রী ঔদার্য্য চন্দ্র দাস ব্রহ্মচারী মহাশয়। তাঁর ভগবৎ পাঠের মধুর ভাষণে বিভোর হয়ে শ্রবণ করছিলেন দুর্গাপুরের ইস্কনের ভক্তবৃন্দরা। আর সেই পাঠ অনুষ্ঠানেই এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলেন ইস্কন মন্দিরের সেবায়িত সহ শ্রোতারা। পাঠ চলাকালীন আচমকায় সেখানে উপস্থিত হয় একটি হনুমান।

সেখানে ঢুকেই সোজা মহারাজ ঔদার্য চন্দ্র দাস ব্রহ্মচারীর ভগবৎ পাঠের মঞ্চে উঠে পড়ে সে। তবে কোনও লঙ্কাকান্ড নয়, শান্তশিষ্ট হয়ে কলা সেবা করতে করতেই এক মনে মহারাজের ভগবৎ পাঠ শুনল সেই হনুমান। শুধু তাই-ই নয়, মহারাজ ঔদার্য চন্দ্র দাস ব্রহ্মচারীর ভগবৎ পাঠ শুনে মুগ্ধ হয়ে তাঁকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেও দেখা যায়। গোটা ঘটনায় অবাক সেখানে উপস্থিত সকল শ্রোতাবৃন্দ। পাঠ শেষে সকলেই একবাক্যে স্বীকার করলেন বন্যপ্রাণী তো কি হয়েছে তারাও তো ভগবানেরই প্রেরিত। “জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments