নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ মাঝে মাত্র একটা দিন, তারপরেই স্বাধীন ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। ইতিমধ্যেই নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা এবং বিভিন্ন বেসরকারী সংবাদমাধ্যমের এক্সিট পোল রিপোর্ট কেন্দ্রে মোদী সরকারের আগমনের ইঙ্গিত দিলেও অতীতের অভিজ্ঞতা থেকে এক্সিট পোল নিয়ে মাথা ঘামাতে নারাজ সরকার বিরোধী কোনও দলই। বুথ ফেরত সমীক্ষা কেন্দ্রে বিজেপি সরকারের আগমনের বার্তা বহন করলেও আগামী ২৩শে মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলতে চাইছে না শাসক বা বিরোধী কোনও রাজনৈতিক দলই। তবে দেশ তথা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে দুর্গাপুরে বিতর্কের শিরোনামে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের একটি শাখা অফিস। সম্প্রতি দুর্গাপুরের স্টীল টাউনশিপ এলাকার সি-জোন ও ডেভিড মোড় সংলগ্ন Durgapur – NSPCL ( NTPC-SAIL Power Company Limited) এর তৃণমূল শ্রমিক সংগঠন (INTTUC) শাখা অফিসে লেডিস টেলার্সের পোস্টারের ছবি ভাইরাল হয়েছে। আর এই ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠেছে। আশেপাশের এলাকার মানুষের বয়ান অনুযায়ী লোকসভা ভোটের প্রাক্কালেও NSPCL এর বহু ঠিকাকর্মী এই শ্রমিক সংগঠন থেকে কাজ পেয়েছেন। প্রায় সময় এই শ্রমিক ভবন দলীয় কর্মী এবং সমর্থকদের ভিড়ে ঠাসা থাকত। কিন্তু কয়েকদিন যাবৎ ওই শ্রমিক ভবনে লেডিস টেলার্সের ব্যানার লাগানো হওয়ার পর থেকেই বিতর্ক দেখা দিয়েছে। অনেকেরই অভিযোগ তৃণমূল কর্মীরা মাসিক ভাড়ার বিনিময়ে ওই শ্রমিক ভবনটি কোনও টেলার ব্যবসায়ীকে ভাড়া দিয়েছেন। স্বভাবতই শ্রমিক সংগঠনের কোনও শাখা অফিস কারোর ব্যক্তিগত কাজে ভাড়া দেওয়া নিয়ে শিল্পশহরে গুঞ্জন শুরু হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সুযোগকে পুরোদমে কাজে লাগাচ্ছে বিরোধীরাও। বিরোধী দল ও নিন্দুকদের বক্তব্য, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ, তাই আগাম ফলাফল আঁচ করেই শ্রমিক ভবনটিকে টেলারিংর কাজে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, কারণ আগামী দিনে এভাবেই রাজ্যের সমস্ত পার্টি অফিস, শ্রমিক ভবনগুলি সদস্য শূন্য হয়ে পড়বে বলে রাজ্য তথা শিল্পশহরে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। আর যাদের শ্রমিক ভবনকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত সেই তৃণমূল শ্রমিক ইউনিয়নের স্থানীয় সদস্যদের বয়ান নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।