eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরবাসী সাবধান, শহর জুড়ে বাড়ছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা

দুর্গাপুরবাসী সাবধান, শহর জুড়ে বাড়ছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ কখনো ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আবার কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচ ভেঙে একের পর এক চুরির ঘটনা ঘটেছে দুর্গাপুর জুড়ে। শুধু তাই নয়, রাস্তা-ঘাটে অসাবধানতাবশত সোনার হার কিংবা মূল্যবান সামগ্রী চুরির মতো ঘটনাও আকছার ঘটছে শহরের আনাচে-কানাচে। তবে এছাড়াও বর্তমানে শহরবাসীর আরও এক মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক মোবাইল চুরির ঘটনা। চলন্ত বাস, বাসস্ট্যান্ড, স্টেশনসহ ভিড়প্রবন এলাকায় আচমকায় পকেটে বা ব্যাগ হাতড়ে দেখছেন মোবাইল ফোন গায়েব। চোখের নিমেষে পকেট থেকে মোবাইল চুরি হয়ে গেছে একাধিক কলেজ পড়ুয়ার। মোবাইল চুরির ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগ জানাতে গেলে থানা থেকে বলা হচ্ছে, চুরি নয়, রিপোর্টে লিখতে হবে অসাবধানতাবশত হারিয়ে গেছে মোবাইল ফোন। তবেই তারা অভিযোগ জমা নেবেন। কিন্তু কেন এই নিয়ম তা জানা নেই কারোর। শহরবাসীর একাংশের বক্তব্য, এর আগে চুরি কিংবা হার ছিনতাইয়ের মতো ঘটনায় পুলিশ প্রশাসন যেরকম তৎপরতার সঙ্গে কাজ করেছিল তার নূন্যতম প্রচেষ্টাও তারা দেখতে পাননি মোবাইল চুরির ঘটনার ক্ষেত্রে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments