নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ কয়েকদিনের ব্যবধানে ফের দুর্গাপুরে চুরির ঘটনা। টিনের ছাদ কেটে ফলস সিলিং ভেঙে সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুস্কৃতিরা। ঘটনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি বিবেকানন্দ বিদ্যামন্দিরের। জানা গেছে, সোমবার রাতে ছাদের টিন কেটে, ফলস সিলিং কেটে বিদ্যামন্দিরের ভেতরে ঢোকে দুস্কৃতিরা। এরপর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকার রুমের আলমারীতে রাখা প্রায় ২২ হাজার টাকা সহ বেশ কিছু গুরুত্বপুর্ন নথি নিয়ে চম্পট দেয় চোরের দল। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসে নিউটাউনশিপ থানার পুলিশ। ঘটনাটি শুধুমাত্র চুরি নাকি এর পেছনে অন্যকোনও উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।











