নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ সকালের পর ফের সন্ধ্যাবেলায়। একই দিনে দু-দফায় রাজনৈতিক সংঘর্ষে নাম জড়ালো বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া সংলগ্ন এলাকার। জানা গেছে, দলীয় পতাকা লাগানোকে জেন্দ্র করে শাসক দল ও তৃনমূল কংগ্রেসের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কয়েকজন বিজেপি সমর্থক মুচিপাড়া এলাকায় তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলছিল, তাদের বাধা দিতে গেলে আচমকায় তারা বাঁশ, লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে। যদিও তাদের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি কর্মীরা। তাদের পাল্টা অভিযোগ, ভোটে জয়লাভের পর মুচিপাড়ার ওই এলাকায় বিজেপির দলীয় কার্যালয় তৈরীর জন্য চিন্তাভাবনা চলছিল কিন্তু তৃণমূল কর্মী-সমর্থকরা সেখানে দলীয় পতাকা লাগানোর চেষ্টা করলে তারা বাধা দিতে গেলে তাদেরকেই পাল্টা মারধর করা হয়। ঘটনায় দুপক্ষেরই পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালেই আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছান ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলার অষ্কিতা চৌধুরী। তিনি এদিন হাসপাতালে গিয়ে দুই দলেরই আহতদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শাসক-বিরোধী দুই দলের মধ্যে এইধরণের সংঘর্ষ বা বিবাদ উচিত নয়। উল্লেখ্য গতকালই দুর্গাপুরের ধবনী গ্রামে বিজেপির বিজয় মিছিলে শাসকদলের হামলার অভিজগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় গুলিবিদ্ধ হন দুজন বিজেপি কর্মী, লাঠির আঘাতে মাথা ফাটে এক ব্যক্তির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একইদিনে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল দুর্গাপুর।