eaibanglai
Homeদক্ষিণ বাংলাদুর্গাপুরে স্থায়ী স্ট্যান্ডের দাবী টোটো চালকদের

দুর্গাপুরে স্থায়ী স্ট্যান্ডের দাবী টোটো চালকদের

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ সিএনজি অটোর জন্য দুর্গাপুরের সিটিসেন্টার বাসস্ট্যান্ডেই রয়েছে অনুমোদিত অটো স্ট্যান্ড, অথচ দুর্গাপুর শহরে চলা শ-খানেক টোটোর জন্য নেই কোনও নগর নিগম অনুমোদিত টোটো স্ট্যান্ড। এই অভিযোগ তুলেই এবার স্থায়ী স্ট্যান্ডের দাবীতে সরব হল দুর্গাপুরের টোটো ইউনিয়ন ও টোটো চালকেরা। তাদের অভিযোগ, সিটিসেন্টার বাসস্ট্যান্ডে বহু বছর আগেই দুর্গাপুর নগর নিগমের তরফে স্থায়ী অটো স্ট্যান্ড রয়েছে, অথচ তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র, টোটো চালানোর রুট পারমিট থাকা সত্ত্বেও কোনও স্থায়ী টোটো স্ট্যান্ড নেই। টোটো চালকদের অভিযোগ, রাত ৮টা বাজলেই অটো চালকদের দৌরাত্ম্য শুরু হয়ে যায়। রুটের তোয়াক্কা না করেই বেআইনিভাবে বেশি টাকায় রিজার্ভ করে যাত্রী তোলে অটো চালকেরা ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় টোটো চালকদের। এক টোটো চালকের অভিযোগ, অটোর তুলনায় টোটোতে একসঙ্গে বেশী যাত্রী তোলা যায় কম টাকা ভাড়া দিয়েও, কিন্তু রাতের বেলায় অটো চালকদের গা জোয়ারি ব্যবহারে যেমন তাদেরও ক্ষতি হয়, তেমনি যাত্রীদেরও হুমকির মুখে পড়তে হয়। তাই দুর্গাপুর শহরের সমস্ত টোটো চালকদের আবেদন যত দ্রুত সম্ভব তাদের জন্যও যদি প্রশাসনিক তরফে স্থায়ী টোটো স্ট্যান্ড করে দেওয়া হলে তাহলে তারাও যেমন উপকৃত হবেন তেমনি যাত্রীদেরও সুবিধা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments