eaibanglai
Homeএই বাংলায়বারুইপুর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুর ও আসানসোলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি

বারুইপুর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুর ও আসানসোলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ও আসানসোলঃ– গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থা ও হমলার অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার রাজ্যজুড়ে শাসকদেলর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে বিজেপি। এদিন দুর্গাপুর ও আসানসোলেও সেই প্রতিবাদের রেশ এসে পড়ল।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে এদিন সিটি সেন্টারে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সামনে থেকে মিছিল করে ডিএমসি মোড়ে পৌঁছন বিজেপি বিধায়ক, নেতা, কর্মীরা এবং ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানে টায়ারের আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতা কর্মীরা। পরে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, “রাজ্যে হিন্দুদের উপর অত্যাচার চলছে, নানা পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, মহিলারা নির্যাতিত হচ্ছেন, অথচ বিধান সভায় এবিষয়ে প্রশ্ন তোলা হলে স্পিকার সাসপেন্ড করে দেন। বিধান সভার স্পিকার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এহেন আচরণের প্রতিবাদে তাঁর বিধানসভা বারুইপুরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু সেখানে শুভেন্দু অধিকারি সহ অন্যান্যদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও রোহিঙ্গারা হামলা চালায় ও হেনস্থা করে।” এর কোনো প্রতিকার না হলে আগামীতে রাজ্য জুড়ে বিক্ষোভের আগুন জ্বলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অন্যদিকে আজ দুপুরে আসানসোলের কুলটিতেও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। কুলটির রানীতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। যার জেরে সাময়িক যাটজটের সৃষ্টি হয়। পরে কুলটি থানার পুলিশ বিজেপি কর্মীদের সরিয়ে দিয়ে যাতায়াত স্বাভাবিক করে। এই কর্মসূচে উপস্থিত ছিলেন বিজেপির কুলটি মণ্ডল ২ এর সভাপতি মোনমোহন রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments