নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নাগাল্যান্ড পুলিশের হাতে গ্রেফতার হল দুর্গাপুরের এক ব্যবসায়ী। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুদিনের ট্রানজিট রিমান্ডে নাগাল্যান্ডে নিয়ে যায় সেই রাজ্যের পুলিশ। ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে টিএমটি বার সরবরাহের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যবসায়ীর নাম যীশু প্রসাদ। তিনি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার এমএএমসি টাউনশিপের বাসিন্দা। তিনি দেশের বিভিন্ন প্রান্তে টিএমটি বার সরবরাহ করেন। জানা গেছে নাগাল্য়ান্ডের এক ব্যবসায়ী গত মার্চ মাসে যীশু প্রসাদের কাছ থেকে ১৮ লক্ষ টাকার টিএমটি বার অর্ডার করেছিলেন। সেই মতো তাকে ৮ লক্ষ টাকা অগ্রিমও দেন। কিন্তু অভিযোগ যীশু প্রসাদ সময়মতো তা সরবরাহ করেননি। এরপর তাকে রড সরবরাহের জন্য় চাপ দেওয়া হলে তিনি অগ্রিম পুরো টাকা দাবি করেন বলে অভিযোগ। এরপরই দুর্গাপুরের অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নাগাল্যান্ডের ডিমাপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন নাগাল্যান্ডের ব্যবসায়ী। তদন্তে নেমে শনিবার দুর্গাপুরের সিটিসেন্টার এলাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।