eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি

দুর্গাপুরে ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭-তম জন্মদিন আজ। ১৯১৭ সালের আজকের দিনেই এলাহাবাদে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং কমলা নেহরুর একমাত্র সন্তান ইন্দিরা জন্মগ্রহণ করেন। ইন্দিরা গান্ধী দেশের তৃতীয় ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবছর এই দিনটিকে জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করা হয়।

সারা দেশ জুড়ে বিভিন্ন সংগঠন ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হচ্ছে দিনটি। দুর্গাপুরের বিধান নগর হাউসিং কলোনির ইন্দিরা রাজীব মঞ্চের তরফেও দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর স্মরণে দুদিন ব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে এদিন ইন্দিরা গান্ধীর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন ৩ নম্বর ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সুদীপ্ত কর্মকার। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দিরা রাজীব মঞ্চের ৩ নম্বর ব্লক প্রেসিডেন্ট অশোক শাসমল, পিনাকী রঞ্জন মিত্র ও কংগ্রেসের কর্মীরা। পরে দুপুরে নরনারায়ণ সেবা করা হয়। আর সন্ধ্যায় হয় শীত বস্ত্র বিতরণ। পাশাপাশি বুধবার যাত্রাপালার আয়োজন করা হয়েছে ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments