নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে দুর্গাপুর ফরিদপুর থানার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কয়েকশো মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। ধৃত যুবকের নাম প্রণব আনন্দ মণ্ডল। দুর্গাপুর ফরিদপুর থানার বড়গড়িয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গার পাশাপাশি শাওনির থানা এলাকাতেও একটি বেসরকারি টেলিকম কম্পানির টাওয়ার বসানোর নাম করে বেশ কয়েকজনের টাকা হাতিয়ে নেয় দুর্গাপুরের ওই যুবক। অভিযোগ পেয়ে তদন্তে নামে শাওনির থানার পুলিশ। শনিবার রাতে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার বড়গড়িয়া এলাকায় যুবকের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে মহারাষ্ট থেকে আগত পুলিশের দল। এদিন তাকে মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্র নিয়ে যায় পুলিশ।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে শুধু প্রণব আনন্দ মণ্ডলই নয় বেশ কিছু যুবক কলকাতাতে বসে এই চক্র চালাত। তাদের মধ্যে প্রণব আনন্দ মণ্ডল অন্যতম। তাকে হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাবে মহারাষ্ট্র পুলিশ।