সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আগামীকাল ছট পুজো। বিহার বাসীদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুর শিল্পাঞ্চলেও ধুমধাম করে পালিত হয় এই ছট উৎসব। শহরের হিন্দি ভাষাভাষীরা মেতে ওঠেন ছট পুজোয়।
ছট পুজো উপলক্ষে বুধবার দুর্গাপুর ইস্পাত নগরীর কুমার মঙ্গলম পার্কে ছট ঘাট পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাম্বাল এস। এই ঘাটে প্রতি বছর শহরের প্রায় কয়েক হাজার শ্রদ্ধালু জমা হন ও ছট পুজোয় অংশগ্রহণ করেন।
এদিন জেলাশাসক জানান জেলা তথা শহরের সমস্ত ছট ঘাটগুলি পরিস্কার করার কাজ হয়েছে। পাশাপাশি ঘাটগুলিতে আলোর ব্যবস্থাও করা হয়েছে। পুজো মিটে গেলে নগর নিগমের তরফে ফের ঘাট পরিস্কার করার কাজ চলবে। পাশাপাশি তিনি জানান শহরের সমস্ত ঘাটগুলিতে সিভিল ডিফেন্সের সদস্যরা থাকবে। থাকবে মেডিক্যাল টিম, অ্যাম্বুল্যান্স ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়া বড় ঘাট গুলিতে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।
প্রসঙ্গত পশ্চিম বর্ধমানের ঘাট আছে প্রায় ৩০০ টি। তার মধ্যে শহর জুড়ে দুর্গাপুর নগর নিগমের ঘাট আছে প্রায় ৭০ টি। এদিনের ছটঘাট পরিদর্শনে জেলাশাসকের সাথে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক, দুর্গাপুর নগর নিগমের কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।