eaibanglai
Homeএই বাংলায়শহরে জাল লটারির রমরমা কারবার, ধৃত ২

শহরে জাল লটারির রমরমা কারবার, ধৃত ২

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দীর্ঘ দিন ধরে দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকায় জাল লটারির কারবারের অভিযোগ উঠছিল। অভিযোগ শিল্পাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিভিন্ন নামি কোম্পানির নাম করে নকল লটারির বিক্রি চলছে রমরমিয়ে। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ধৃতরা হল যথাক্রমে বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত আমজোলা গ্রামের বাসিন্দা হরিদাস গোপ ওরফে লালন এবং পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার অন্তর্গত নতুনডাঙা গ্রামের বাসিন্দা সুবোধ রুইদাস। ধৃতদের সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিকে জাল লটারির খোঁজে সোমবারও চলে পুলিশের অভিযান। এদিন অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ গাইঘাটা, হরিপুর, বহুলা, সিধুলি এলাকার একাধিক লটারি দোকানে হানা দেয়। যদিও এদিনের তল্লাশিতে জাল লটারি ও অবৈধ লটারি বিক্রেতার হদিশ পায়নি পুলিশ।

যদিও পুলিশের এই অভিযানে খুশি বলে জানিয়েছেন লটারি বিক্রেতাদের একাংশ। তাদের মতে ঝাড়খন্ড থেকে জাল লটারি শিল্পাঞ্চলের বাজারে ঢুকছে, তাতে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। তারা অবিলম্বে লটারির অবৈধ কারবার বন্ধের দাবি জানান। তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এদিনের পুলিশি অভিযানে কোনো জাল লটারির হদিশ না মেলায় শিল্পাঞ্চলের লটারি ব্যবসায়ীদের একাংশের প্রশ্ন, তাহলে কি পুলিশি অভিযানের খবর আগেই চলে যায় জাল লটারি কারবারিদের কাছে?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments