eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, বিক্ষোভ

দুর্গাপুরে সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল দুর্গাপুরের বেনাচিতির নেতাজি নগর কলোনি উচ্চ বিদ্যালয় চত্বর। এদিন বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সরব হন অভিভাবকরা। বিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের। পরে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

অভিযোগ উঠেছে সরকারি ওই স্কুলের কর্মশিক্ষা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন এমনকি নানা অছিলায় গায়ে হাত দেয়। পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীরা নিগ্রহের শিকার হয়েছে বলে দাবি করেন তারা। তাদের অভিযোগ বিষয়টি তারা আগেই প্রধান শিক্ষককে জানিয়েছেন । কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহন না করায় এদিন তারা বিক্ষোভে সরব হন বলে দাবি। অভিভাবকদের দাবি অভিযুক্ত ওই শিক্ষককে স্কুলে কোনোমতেই স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। যদিও খোঁজ নিয়ে জানা যায় ওই শিক্ষক এদিন স্কুলে আসেননি।

অন্যদিকে ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা জানান, মাস খানেক আগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের একটা অভিযোগ পেয়েছিলেন। সেই মতো বিষয়টি তিনি জেলা শিক্ষা দপ্তরে জানান। এরপর ওই শিক্ষককে শোকজ করা হয়। তারপর গত প্রায় এক মাস ধকে ওই শিক্ষক আর স্কুলে আসেননি।

পাশাপাশি তিনি জানান ঘটনার সঠিক তদন্ত হোক এবং কেউ দোষী সাব্যস্ত হলে প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহন করুক, এটাই চান তিনি। প্রসঙ্গত কালী পুজোর ছুটির পর মঙ্গলবারই ছিল স্কুলের প্রথম দিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments