eaibanglai
Homeএই বাংলায়ভাইফোঁটার পুণ্য লগ্নে রক্তদান উৎসবের আয়োজন

ভাইফোঁটার পুণ্য লগ্নে রক্তদান উৎসবের আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভাইফোঁটায় রক্তদান উৎসব। বিগত ৭ বছর ধরে এমনই অভিনব ভাবনায় ভাইফোঁটার শুভদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে দুর্গাপুরের নিউ রবীন্দ্র পল্লীর জেসপ গেট পুজো কমিটি। এই পুজো কমিটি বিগত ২৭ বছর ধরে কালীপুজো করে আসছে, পাশাপাশি ভাইফোঁটার দিনটিও বিশেষ ভাবে উদযাপন করে। এই পুজো ও ভাইফোঁটা, সমস্ত কিছুর উদ্যোগে রয়েছে এলাকার এক দরিদ্র পরিবার, গুরুঙ্গ পরিবার। পরবিবারের ভাই বোনেরা মিলে এদিন রক্তদান করে ভাইফোঁটা উৎসবে মেতে ওঠেন।

সাত ঘর এক উঠোন, এমনই এক আদর্শকে সামনে রেখে প্রতিবছর রক্তদান উৎসব করে গুরুঙ্গ পরিবার। প্রসঙ্গত গুরুঙ্গ পরিবারের তিন প্রজন্মের ভাই বোনেরা একসাথে বসবাস করেন। পরিবারের সদস্য তথা পূজা কমিটির অন্যতম কর্ণধার যীশু গুরুঙ্গ জানান, তিনি নিজে যেমন বিরল গ্রুপের রক্তদাতা, তেমনি তার পরিবারে সাতজন বিরল গ্রুপের রক্তদাতা রয়েছেন। তারা প্রত্যেকেই প্রতিবছর এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিনের এই বিশেষ রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্ত দান করেন। প্রথমবার রক্তদান করেন ৭ জন। শিবিরের সার্বিক সহযোগিতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। এদিন সকল রক্তদাতা, উপস্থিত অতিথি ও ব্লাড সেন্টারের প্রত্যেকটি কর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেসপগেট পূজা কমিটির পক্ষ থেকে যীশু গুরুঙ্গ।

বর্তমান সময়ে রক্তসংকট মোকাবিলাতে ভাই বোনেদের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবী করেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বসু। অত্যন্ত দরিদ্র পরিবারের এই সামাজিক কর্মকাণ্ড তেমনভাবে কোনো প্রচার পায় না। যদিও তাতে রক্তদান উৎসবের উদ্যোগে কোনো ত্রুটি থাকে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments