eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ভাইফোঁটায় অভিনব সাজার ব্যবস্থা ট্রাফিক পুলিশের

দুর্গাপুরে ভাইফোঁটায় অভিনব সাজার ব্যবস্থা ট্রাফিক পুলিশের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভাইফোঁটার দিনে অভিনব সাজা নিয়ে দুর্গাপুরের রাস্তায় হাজির হয়েছিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। এদিন হেলমেট না পড়ে বাইক চালানো আইন লঙ্গনকারীদের উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে মাথায় চন্দনের ফোঁটা কেটে, মাথায় ধান দূর্বা দিয়ে হেলমেট পরিয়ে দেওয়া হল। সঙ্গে করা হয় যাত্রীর সুরক্ষা ও দীর্ঘায়ুর প্রার্থনা। শহরের ভগৎ সিংহ মোড়ে মহিলা ট্রাফিক কর্মীদের সঙ্গে নিয়ে ভাইফোঁটায় অভিনব সচেতনতার বার্তা দিয়ে চমক দেয় ট্রাফিক বিভাগ।

দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লায়েক এদিন জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আসানসোল দুর্গাপুর জুড়েও হেলমেট বিহীন বাইক চালকদের দুর্ঘটনা ও মৃত্যুর কবলে পড়তে হয়। দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচিও নেওয়া হচ্ছে। তারই একটি অঙ্গ হিসাবে ভাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেট বিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হয়।

অন্যিদকে নন্দলাল মণ্ডল নামের এক বাইক চালক বলেন, “আমাদের অসচেতনতার জন্যই বারে বারে দুর্ঘটনার ঘটনা ঘটে। ভাই ফোঁটার সকালে হেলমেট পরিয়ে ভালো থাকার পরামর্শ দিলেন ট্রাফিক গার্ডের মহিলা কর্মী ও আধিকারিকেরা।” পাশাপাশি এবার থেকে সবসময় তিনি তার হেলমেটটিকে বাইক যাত্রার সঙ্গী করবেন বলেও জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments