eaibanglai
Homeএই বাংলায়ঈদের প্রাক সন্ধ্যায় বিতর্কিত পোস্টার শহরে, শুরু রাজনৈতিক তরজা

ঈদের প্রাক সন্ধ্যায় বিতর্কিত পোস্টার শহরে, শুরু রাজনৈতিক তরজা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ঈদের প্রাক সন্ধ্যায় বিতর্কিত পোস্টার লাগানোকে কেন্দ্র করে সরগরম শহর দুর্গাপুরের রাজনৈতিক মহল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত রবিবার রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীর চণ্ডীদাস বাজারে একাধিক পোস্টা দেখা যায়। যেখানে লেখা ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ শে বিজেপিকে চাই’। রাতের ওই পোস্টার ঘিরে ঈদের সকালে শোরগোল পড়ে যায়, শুরু হয় বিতর্ক।

চন্ডীদাস বাজারে কে বা কারা ওই ব্যানার বা পোস্টার লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় এই পোস্টার নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। এদিন তিনি বলেন,”ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামানো যায় না। ওরা যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই ২৬শে বিজেপিকে চাই, যদি ক্ষমতা থাকে তাহলে দিনের আলোয় এইসব ব্যানার দিয়ে দেখাক। তৃণমূল হিন্দু মুসলিম সহ সমস্ত জাতিকে সম্মান দেয়। আর বিজেপি ২৬শে হারবে জেনে এইসব কাজ করছে।”

অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন,”বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে হিন্দুরা সঙ্ঘবদ্ধ হয়েছে। তাই ‘হিন্দু হিন্দু ভাই-ভাই ২৬শে বিজেপিকে চাই’ লেখা পোস্টার পড়ছে বাংলার সর্বত্র। আর এখানেও সেই রকমই পোস্টার পড়েছে। তবে কে বা কারা দিয়েছে সেটা আমার জানা নেই।”

তবে তৃণমূলের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”বিশেষ সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূল। তারই প্রতিবাদে সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে। আর সুজিত বাবুরা যে কথা বলছেন প্রকাশ্য দিবালোকের কথা। ওনার যদি মনে হয় তাহলে আমরা কালকেই পাণ্ডবেশ্বর বিধানসভার ওনার এলাকাতে এই পোস্টার লাগিয়ে দিয়ে আসবো। সারা রাজ্যজুড়ে এই পোস্টার পড়ছে। মানুষ চাইছে ২০২৬এ তৃণমূলকে বিদায় করতে।”

২৬শের বিধানসভা নির্বাচনে কারা জিতবে, সে তো সময়ই বলবে। কিন্তু ঈদের সকালে বিতর্কিত পোস্টার ঘিরে শহরে চলল রাজনৈতিক তরজা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments