নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- অসুস্থ মানুষ সুস্থ হতে হাসপাতালে এসে আরো বেশী অসুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। সৌজন্যে অপরিস্কার অপরিচ্ছন্ন শৌচাগার। এমনটাই অভিযোগ বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতাল ঘিরে। স্থানীয় গোগড়া গ্রামে অবস্থিত এই হাসপাতালে প্রতিদিন কোতুলপুর ব্লক এলাকার অসংখ্য মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। বহির্বিভাগ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা অনেক সময় হাজারের গণ্ডি পেরিয়ে যায়। হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ, এখানকার শৌচাগার গুলি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করা হয়না। তনু পাত্র নামে রোগীর এক আত্মীয়া বলেন, এমন কোন আর্থিক সামর্থ্য নেই যে রোগীকে বাইরের কোন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করবো। বাধ্য হয়েই কাছের এই হাসপাতালে এসেছি। এখানকার শৌচালয় গুলির যা অবস্থা রোগীকে সুস্থ করতে নিয়ে এসে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি। একই অভিযোগ সুকুমার সিং নামে এক ব্যক্তির। তিনি বলেন, এভাবে চলতে থাকলে তো রোগীরা আরো অসুস্থ হয়ে পড়বে। যতো দ্রুততার সঙ্গে সম্ভব শৌচালয় পরিস্কার পরিচ্ছন্ন করা ও তা নিয়মিত রাখার দাবী জানান তিনি। এবিষয়ে কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই নন্দী বলেন, বিষয়টি তার নজরেও এসেছে, এবিষয়ে সংশ্লিষ্ট বিএমওএইচের সাথে কথা হয়েছে। যতো দ্রুততার সঙ্গে সম্ভব হাসপাতালের শৌচালয় পরিস্কার পরিচ্ছন্ন করা হবে বলে তিনি জানান।