নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ-
রাস্তায় জমে থাকে মাছের আড়তের নোংরা জল। সেই হলেই পা ভিজিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। পঞ্চায়েত কে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা । ঘটনাটি অন্ডালের উখরা গ্রামের রথ তলা এলাকার।
উখরা স্কুল মোড় থেকে গ্রাম ঢোকার মূল রাস্তার পাশেই রয়েছে দুটি মাছের আড়ত। প্রতিদিন সেই আড়তে দুরদুরান্ত থেকে ছোট লরিতে করে মাছ আসে । আড়তে মাছ নামানোর পর লরি গুলি থেকে জল ফেলে দেওয়া হয় রাস্তার উপরেই । সেই জল গড়িয়ে যায় প্রায় এক কিলোমিটার দূরে দাস পাড়ার রথ ঘর পর্যন্ত ।
সারাদিনই সেই জল জমে থাকে রাস্তার বিভিন্ন জায়গায় ফলে সেই নোংরা জলের উপর দিয়ে আসা যাওয়া করতে বাধ্য হন বাসিন্দারা। জমা জল থেকে এলাকায় ছড়ায় দুর্গন্ধ। বারংবার আড়ত মালিকদের নোংরা জল রাস্তায় না ফেলানোর অনুরোধ জানিয়ে ও হয়নি কাজ।
পঞ্চায়েতের হস্তক্ষেপে ও মেটেনি সমস্যা । বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল বাসিন্দাদের মধ্যে। আজ সেই ক্ষোভের ঘটে বহিঃপ্রকাশ দাসপাড়া, চুনারী পাড়া ও মুসলিম পাড়ার বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ করে।
ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন উখরা ফাঁড়ির পুলিশ ও উখরা পঞ্চায়েতের উপ প্রধান রাজু মুখার্জি। সমস্যার সমাধানের আশ্বাস দিলে উঠে যাই এই বিক্ষোভ।