নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করল দুর্গাপুর পৌর নিমগেমর দু’নম্বর বোরোর ৯টি ওয়ার্ডের সাফাই কর্মীরা। এদিন দু নম্বর বোরো অফিসের সামনে ৯টি ওয়ার্ডের কয়েকশো সাফাই কর্মী জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভরত সাফাই কর্মীদের অভিযোগ তাদের সঙ্গে এলাকার রাস্তা ও নিকাশী নালা ইত্যাদি সাফাই করার চুক্তি থাকলেও এখন নির্মল বাংলা প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের কাজ করাতে চাইছে পৌরসভা। পাশাপাশি কোনও কারণ ছাড়াই দশজনেরও বেশী সাফাই কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের পুনর্নিয়োগের দাবিতে ও নির্মল বাংলা প্রকল্পে কাজ করানোর জন্য আলোচনার দাবি জানিয়েছেন বিক্ষোভরত সাফাই কর্মীরা। অবিলম্বে তাদের দাবি মানা না হলে কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন ওই কর্মীরা।
অন্যদিকে বিষয়টি নিয়ে দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো অফিসের এসআই তরুণ রুইদাস দাবি করেন নির্মল প্রকল্পের কাজ করার জন্য আগে থেকেই সাফাই কর্মীদের জানানো হয়েছিল। এখন ওরা নতুন করে আলোচনা করার দাবি করছে। বিষয়টি তিনি চেয়ারপার্সন ও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন।