নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ কাঁকসায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে খুনের হুমকি তৃণমূলের অপর গোষ্ঠীর। অভিযোগ, গত বৃহস্পতিবার পঞ্চায়েত অফিস চলাকালীন ২০ জন অফিসে এসে পঞ্চায়েত প্রধান সাইনা বেগম ও জুলফিকার আলী কে প্রাণনাশের হুমকি দেয়। এরপরেই তারা বিষয়টি লিখিত ভাবে জানান কাঁকসা থানা ও কাঁকসা বিডিও কে। জানা গেছে যারা হুমকি দেয় তারা সকলেই তৃণমূলের কর্মী। কাঁকসার প্রয়াগপুর এলাকায় ১০০ দিনের কাজ চলার সময় অতিরিক্ত সুপার ভাইজার নিয়োগ করার দাবি নিয়ে পঞ্চায়েত অফিসে যায় তারা। কিন্তু পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সেটা সম্ভব নয় বলার পরেই তাদের রীতিমত হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি এও জানা যায়, শনিবারও সমস্যার সমাধান না হওয়ায় ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত অফিস মুখো হন নি। রীতিমত আতঙ্কে থাকায় আগামী দিনে কি ভাবে পঞ্চায়েত অফিস চালাবেন তারা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।