সংবাদদাতা, কাঁথিঃ- বেশ কয়েকমাস আগেই মেদিনীপুরের ভূপতিনগরের খালে দেখা গিয়েছিল ডলফিন। কিন্তু এবার মহিষাদলের গেঁওখালি নদীতে খোঁজ মিলল একটি মৃত ডলফিনের। এদিন সকালে মকর সংক্রান্তিতে স্নান করতে গিয়ে গেঁওখালি নদীর ধারে ভিড় দেখা যায় বহু মানুষের। সেই সময় এলাকার লোকের নজরে আসে জলে একটা কিছু ভাসছে। এরপর তারা কাছে যেতেই দেখে এটা একটা ডলফিন। তৎক্ষনাৎ মুহূর্তের মধ্যে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ডলফিনের কথাটি। মৃত ডলফিনটি কে দেখার জন্য নদীর পাড়ে বহু লোকের সমাগম দেখা যায়। এরপরে মহিষাদলের রাজ কলেজের প্রানীবিদ্যা বিভাগের পড়ুয়ারা মৃত ডলফিনটি কে নদীর জলের থেকে উদ্ধার করে নিয়ে যায়। পরে দেখা যায় ডলফিনটির গায়ে অসংখ্য ক্ষত চিহ্নের দাগ। কিন্তু কোঠা থেকে ডলফিনটি ওই নদীতে এল, আর কি ভাবেই বা ডলফিনটির মৃত্যু ঘটল তা নিয়ে এক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নদীর কোনো ভারী পদার্থের সাথে ধাক্কা লেগেই ডলফিনটির মৃত্যু ঘটেছে। তবে এই ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
উল্লেখ্য বেশ কয়েকমাস আগেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার উদবাদালে খালের ভিতর দিয়ে একটি প্রানী ঘুরে বেড়াচ্ছিল। নজরে আসতেই স্থানীয়রা বুঝতে পারে এটি একটি ডলফিন। ডলফিনের খবর পেয়েই তারা ঘটনার খবর দেয় পুলিশ এবং বনদপ্তরের আধিকারিকদের। ডলফিনটির সুরক্ষার কথা মাথায় রেখে গোপনে প্রাণীটির ওপর নজর রাখতে শুরু করেন পুলিশ কর্মীরা। খালটিও ঘিরে ফেলা হয়। কিন্তু পরের দিন সকালে নেতুড়িয়ার কাছে মুগবেড়িয়া খালে ভাস্যমান অবস্থায় ডলফিনটির মৃতদেহ মেলে।