eaibanglai
Homeএই বাংলায়ধনতেরাস তিথিতে ভুলেও ঝাঁটা কিনবেন না!

ধনতেরাস তিথিতে ভুলেও ঝাঁটা কিনবেন না!

সঙ্গীতা চৌধুরীঃ- আজ ধনতেরাস। ধনতেরাস হলো হিন্দু ধর্মের একজন দেবতা ধন্বন্তরীর আবির্ভাব তিথি‌। এই ধন্বন্তরী দেবতাকে বিষ্ণুর অবতার ও আয়ুর্বেদের জনক হিসেবে গণ্য করা হয়। অমৃত কলস হাতে তিনি সমুদ্রমন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন ‌ এবং মানুষের মধ্যে তিনি আয়ুর্বেদের জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন। আজকের দিনে কী কিনবেন এবং কী কিনবেন না জেনে নিন।

ধনতেরাস তিথিতে কী কেনা উচিত ও কী কেনা উচিত না এই নিয়ে কথা হচ্ছিল বিশিষ্ট পন্ডিত কৃষ্ণেন্দু সান্যালের সঙ্গে।

তিনি বললেন, এই দিন অবশ্যই পিতল অথবা তামার ঘট বা কলসী, প্রদীপ, লক্ষীর কড়ি, সোনা দ্রব্য, কুবের কুঞ্জি কেনা যেতে পারে কিন্তু তাই বলে ঝাঁটা, কাঁচের জিনিস, লোহার জিনিস কেনা কখনই উচিত নয়। আজকে শুভ মুহূর্ত হলো সন্ধ্যে ৭টা থেকে ৮:৩০।

যারা ঝাঁটা কিনছেন তারা না জেনেই অলক্ষীকে ডেকে আনছেন। কারণ ঝাঁটা থেকে পঞ্চশূনা জনিত পাপ হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments