সঙ্গীতা চৌধুরীঃ– সারাদিনের কাজের ফাঁকে অনেকেই সুযোগ পেলে রাত্রিবেলায় বাড়ি ফিরে ছাদে হাঁটতে যান এবং অন্ধকার রাত্রের মধ্যে চাঁদের দিকে এক নিমেষে তাকিয়ে থাকেন। চাঁদের মাধুর্য দেখতে দেখতে তারা জীবনের মাধুর্য অনুভব করেন। কিন্তু সব সময় কিন্তু জীবনের জন্য চন্দ্র দর্শন শুভ নয়। বৈদিক পন্ডিত ও তান্ত্রিক কৃষ্ণেন্দু সান্যাল এর মতে আগামী দুদিন চন্দ্রদর্শন করা উচিত নয়। হ্যাঁ আগামী ২৬ শে আগস্ট মঙ্গলবার ও ২৭শে আগস্ট বুধবার রাত্রেবেলায় কেউ চন্দ্রদর্শন করবেন না। কারণ শুক্লপক্ষের চতুর্থীর চন্দ্র হল নষ্ট চন্দ্র। এই চন্দ্রদর্শন করা নিষেধ আছে, যদি কারোর এই চন্দ্র-দর্শন হয় সেক্ষেত্রে তাকে ব্যভিচারে কলঙ্কিত হতে হয় এবং তার চরিত্র নষ্ট হয়।





