eaibanglai
Homeএই বাংলায়নয়নজুলি বুজিয়ে অবৈধ নির্মাণ,ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

নয়নজুলি বুজিয়ে অবৈধ নির্মাণ,ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

সংবাদদাতা,বীরভূমঃ- পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তার ধারে নয়নজুলি বুজিয়ে অবাধে চলছে অবৈধ নির্মাণ। যার জেরে ব্যাহত হচ্ছে নিকাশি ব্যবস্থা । অল্প বৃষ্টিতেই জলমগ্ন হচ্ছে এলাকা। ভাসছে বাড়ি-ঘর, চাষের জমি। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এমনই অভিযোগ বীরভূমের ইলামবাজার ব্লকের একাধিক গ্রামের বাসিন্দাদের।

পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক সংলগ্ন ইলামবাজার ব্লকের গুরিশা, শুনমুনি, উত্তরকোনা, নতুনগ্রাম,পায়ের এই সকল গ্রামগুলির বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ চার-পাঁচ বছর ধরে এই অবৈধ নির্মাণকাজ চলছে। নয়নজুলি বুজিয়ে দোকান, বাড়ি, রেস্টুরেন্ট সহ নানা বানিজ্যিক নির্মাণকাজ চলছে দিনের পর দিন। যার জেরে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গ্রামের পর গ্রাম। পথ ঘাট ঘর বাড়ি তো ডোবেই। আবার ক্ষেতে জল জমে ব্যাপক ক্ষতি হয় চাষেরও। এইভাবেই কষ্টের জীবন যাপন করে চলেছে এলাকার আট থেকে আশি। অথচ ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। গ্রামবাসীদের অভিযোগ বহুবার পঞ্চায়েত ও ব্লক স্তরে অভিযোগ জানানো হলেও আশ্বাস পাওয়া ছাড়া কাজের কাজ কিছু হয়নি। শুধু বেশী জল জমলে সাধারণের চাপে পড়ে লোক দেখানো সাময়িক জল নিকাশের ব্যবস্থা করে দায় সারা হয়। কিন্তু কোনো এক অজানা কারণে এই নয়নজুলি বুজিয়ে অবৈধ নির্মাণের বিষয়ে নজর দিতে নারাজ প্রশাসন। দাবি বিপাকে পড়া গ্রামগুলির বাসিন্দাদের।

স্থানীয়রা জানাচ্ছেন দিন কয়েক আগে কাল বৈশাখীর ঘণ্টা খানেকের ঝড় জলে জলমগ্ন হয়েছে ইলামবাজার ব্লকের বেশ কয়েকটি গ্রাম। এখন মাঠে বোরো ধান। এদিকে আগামী সপ্তাহেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন এলাকার কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষজন। কারণ ওইসব ক্ষেতজমির অতিরিক্ত জমা জল নয়ানজুলি দিয়েই বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সেসব তোয়াক্কা না করেই অবাধে নয়ানজুলি ভরাট করেই গড়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ। কোথাও আবার নিকাশি ব্যবস্থার নামে সরু পাইপ গুঁজে নয়নজুলি বুজিয়ে দেওয়া হচ্ছে। ফলে ভেঙে পড়েছে পুরো এলাকার নিকাশি ব্যবস্থা।

তাঁদের প্রতি প্রশাসনের এই অমানবিক ব্যবহার আর কতো দিন চলবে? প্রশ্ন তুলেছেন গ্রামগুলির অসহায় খেটে খাওয়া মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments