সংবাদদাতা, পানাগড়ঃ- পানাগড় বরুণ ড্রামা এন্ড এ্যাথলেটিক্স এর উদ্যোগে পঞ্চাশতম নাট্য উৎসব ও লোকগীতির সন্ধ্যার আয়োজন হল কাঁকসা কলোনির মুক্তমঞ্চে। গত গত ২৬ তারিখ থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী নাট্য লোকগীতি সন্ধ্যার আয়োজন করেছে বরুণ ড্রামা এন্ড এ্যাথলেটিক্স। রবিবার প্রেম কথা সোমবার বাজিমাত ও মঙ্গলবার বরুণ ড্রামা এন্ড এ্যাথলেটিক্স এর সদস্যরা খোঁজ নামের নাটক উপস্থাপন করেন। এছাড়া এদিন নাটকের শেষে লোকগীতি মঞ্চস্থ হয়। প্রতিদিনই প্রায় ৮০০ জন দর্শক নাটক দেখছেন এই নাট্য উৎসবে।