নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানায় মৃত্যুর মিছিল অব্যাহত। গত কয়েক মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। শ্রমিক নিরাপত্তা নিয়ে সরব হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার সবকটি শ্রমিক সংগঠনের কর্মকর্তারা। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে গতকাল (বুধবার)সন্ধ্যায় আবারো মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রশাসনিক ভবনের ভেতরেই।
সূত্র মারফত জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানার এগজিকিউটিভ ডিরেক্টর (মেটেরিয়াল ম্যানেজমেন্ট) এর অফিসিয়াল গাড়িটির চালক ঠিকা শ্রমিক পবিত্র চক্রবর্তী হঠাৎই মারা গেছেন। দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রশাসনিক ভবনের মধ্যেই কর্তব্যরত অবস্থায় গাড়ির স্টিয়ারিং হাতেই হঠাৎই মারা গেছেন। যদিও দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত আধিকারিক ভাবে এই খবরের সত্যতা জানানো হয়নি। তবে ‘এই বাংলায়’ ওয়েব পোর্টালের একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে এদিন সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রশাসনিক ভবনে এগজিকিউটিভ ডিরেক্টর (মেটেরিয়াল ম্যানেজমেন্ট) এর অফিসিয়াল গাড়ির চালক ঠিকা শ্রমিক পবিত্র চক্রবর্তী গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই মৃত্যুর খবরে শোকাহত গোটা দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক মহল। বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই মৃত ঠিকা শ্রমিক পবিত্র চক্রবর্তী এর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।