মনোজ সিংহ, দুর্গাপুরঃ- স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকবার সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে আগামী ১২ই নভেম্বর থেকে ইস্পাত নগরীর বিধান সরণি (লিংক রোড) ও গান্ধী মোড় (প্রিয়দর্শনী ইন্দিরা স্মরণীর) দিয়ে সমস্ত রকম বাণিজ্যিক ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলো। বিজ্ঞপ্তিটিতে পরিষ্কার লেখা রয়েছে আগামী ১২ ই নভেম্বর সকাল ৮ টা থেকে স্থানীয় গান্ধী মোড় থেকে প্রিয়দর্শনী ইন্দিরা সরণি দিয়ে ইস্পাত নগরীর ভেতর প্রবেশ করার মূল রাস্তা দিয়ে আর কোন বাণিজ্যিক ভারী যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র গান্ধী মোড় দিয়েই নয়, ইস্পাত নগরীর লিঙ্ক রোড যা বিধান সরণি নামেও পরিচিতি রয়েছে, সেই রাস্তার ওপর দিয়েও কোনরকম বাণিজ্যিক ভারী যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ওই দুটি রাস্তার উপরেই ইতিমধ্যেই ড্রপ গেট লাগানো হয়েছে ইস্পাত কর্তৃপক্ষের উদ্যোগে। আগামী ১২ই নভেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের শিল্প নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা ওই ড্রপ গেট গুলির নিয়ন্ত্রণে থাকবেন বলে জানা গেছে।
শিল্পাঞ্চলের ইস্পাত নগরীর ভেতরে হঠাৎ করে এহেন বাণিজ্যিক যানবাহন প্রবেশ নিষিদ্ধ হওয়ার ফলে আতঙ্কে রয়েছেন সমস্ত শিল্পাঞ্চলের বাসিন্দারা। দুর্গাপুর ইস্পাত কারখানা সূত্রে জানা গিয়েছে বহু টাকা ব্যয় করে ইস্পাত কর্তৃপক্ষ, ইস্পাত নগরীর বিভিন্ন রাস্তা মেরামতি করছে। কিন্তু একশ্রেণীর ব্যবসায়ী ইস্পাত নগরীর ভেতরে থাকা রাস্তাগুলি ব্যবহার করে তাদের বাণিজ্যিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে অবৈধভাবে। ভারী যানবাহন যাওয়া-আসার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা, হচ্ছে দৈনন্দিন দুর্ঘটনা। স্থানীয় বিধান সরণি ও গান্ধী মোড়ের ওপর দিয়ে ভারী বাণিজ্যিক যানবাহন চলাচলের ফলে ইস্পাত শ্রমিকের একটি বড় অংশ দুর্ঘটনার শিকার হচ্ছে দৈনন্দিন বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
এদিকে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তির ফলে চিন্তার ভাজ পড়েছে ইস্পাত নগরীর ভেতরে ব্যবসা করা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের একটাই প্রশ্ন যদি ভারী যানবাহন ইস্পাত নগরীর ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে আগামী দিনে ইস্পাত নগরীর ভেতরে সমস্ত বাজার হাট গুলি ক্ষতিগ্রস্ত হবে ও বন্ধ করে দিতে বাধ্য হবেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে একটি সমাধান সূত্র অবিলম্বে বের করে সাধারণ ইস্পাত নগরীর ভেতরে ব্যবসা-বাণিজ্য করা ব্যক্তিদের সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেছেন।