eaibanglai
Homeএই বাংলায়আবার রহস্যজনক নিখোঁজ ইস্পাত নগরী থেকে ডিএসপি কর্মী

আবার রহস্যজনক নিখোঁজ ইস্পাত নগরী থেকে ডিএসপি কর্মী

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- আবারো দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীর রহস্যজনক নিখোঁজ ঘটনায় চাঞ্চল্য শিল্পাঞ্চলের বি-জোন এলাকায়। একটি সূত্র মারফত জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানার প্লান্ট গ্যারেজে কর্মরত শ্রমিক শের বাহাদুর গতকাল তার নিজের বি-জোন মার্কনী এভিনিউয়ের বাসভবন থেকে পায়ে হেঁটে চন্ডীদাস বাজারে সবজি বাজার করতে গিয়েছিলেন। তারপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে পারিবারিক একটি সূত্র। এই মর্মে পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে স্থানীয় নিউটন বি-জোন পুলিশ ফাঁড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে অত্যন্ত মিশুকে স্বভাবের শের বাহাদুর গতকাল সকালে নিজের ব্যক্তিগত মোবাইলটি বাড়িতে ছেড়ে পায়ে হেঁটেই বাজার করার উদ্দেশ্যে চন্ডীদাস বাজারে গিয়েছিলেন। কিন্তু রাত অবধি তিনি বাড়ি ফেরেননি। বাড়িতে তার স্ত্রী একাই রয়েছেন । তার পারিবারিক বন্ধুরা গতকাল প্রায় মধ্যরাত্রে শের বাহাদুরের নিখোঁজ ডায়েরি করেন বি-জোন পুলিশ ফাঁড়িতে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

একটি সূত্র মারফত জানা গেছে, শের বাহাদুর প্রচুর লটারি টিকিট কাটতেন এবং বহুবার তিনি লটারি টিকিটে পুরস্কারও পেয়েছেন। তার বন্ধু-বান্ধবদের সন্দেহ তাহলে কি তিনি লটারি টিকিটে কোন বড় পুরস্কার পাওয়ার ফলেই বিপদে পড়লেন শের বাহাদুর ? নাকি অন্য কিছু ঘটেছে তার সাথে ? চিন্তায় গোটা পরিবার সহ দুর্গাপুর ইস্পাত কারখানার তার সহকর্মীরা। পারিবারিক সূত্র মারফত জানা গেছে, শের বাহাদুর ও তার স্ত্রী একাই থাকতেন মার্কনী এভিনিউ এর দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়াটারে। তার পরিবারের ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজন সকলেরই নেপালে বসবাস করে। স্বভাবতই পরিবারের মানুষজন এখন চিন্তায় রয়েছেন। কোথায় হারিয়ে গেলেন শের বাহাদুর ? দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে জোর তল্লাশি চালানো হচ্ছে শের বাহাদুরের খোঁজ পেতে বলে সূত্র মারফত জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments