eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ভোটে বাউন্সার!

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ভোটে বাউন্সার!

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মঙ্গলবার ছিল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ভোট। প্রতি তিন বছর অন্তর দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ভোট হয়। চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। ২০২৫ সালের নির্বাচনের ভোটগ্রহণ হল মঙ্গলবার। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এদিন সকালে চলে ভোটগ্রহণ পর্ব।

এবারের নির্বাচনে ২৬ আসনে ৯৭ জন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এদিন সকাল থেকেই দেখা যায় ভোটযুদ্ধের ময়দানে আইনজীবীরা নিজের নিজের প্রচার কৌশলে ব্যস্ত। তবে এদিনের নির্বাচনে বিশষ আলোচনার বিষয় হিসেবে উঠে সভাপতি পদের প্রার্থী ফটিক চন্দ্র মণ্ডলের বাউন্সার। এদিন আদালত চত্বরে তাঁকে বাউন্সার সঙ্গে নিয়ে ঘুরতে দেখা যায়। প্রশ্ন করতেই ফটিকবাবুর সোজাসাপ্টা জবাব, “শরীর খারাপ, তাই সঙ্গে বাউন্সার।” আর এমন অদ্ভুত উত্তর কৌতুহল আরও বাড়িয়ে তোলে। শরীর খারাপ হলে তো মানুষ ডাক্তারের কাছে যায়! শরীর খারাপের সঙ্গে বাউন্সারের কি সম্পর্ক। পরে অবশ্য তিনি জানান তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই সঙ্গে বাউন্সার। তবে তার উপর হামলার কোন আশঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

সব মিলিয়ে এদিনের ভোটের উত্তেজনা ছাপিয়ে যায় বাউন্সার কৌতুহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments