নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সাহারায় যে সব আমানতকারীদের টাকা আটকে রয়েছে আগামী ৪৫ দিনের মধ্যে সেই টারা ফেরৎ দেওয়া হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিআরসিএস-সাহারা(CRCS-Sahara) রিফান্ড পোর্টাল চালু করে একথা জানান স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পোর্টালটি সাহারা গোষ্ঠীর দশ কোটিরও বেশি আমানতকারীকে তাদের অর্থ ফেরাতে সহায়তা করবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর এদিন দুপুর থেকে দুর্গাপুরের বেনাচিতিস্থিত সাহারার ব্রাঞ্চ অফিসের সামনে আমানতকারীদের ভিড় জমে যায়। আমানতকারীরা জানান দীর্ঘদিনের অপেক্ষার পর অবেশে তাদের লগ্নির টাকা ফেরৎ দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই উদ্যোগে তারা খুশি বলে জানান আমানতকারীরা।
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতিতে আমানতকারীদের আটকে থাকা অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে।” রিফান্ডের প্রক্রিয়াটি বিচারপতি আরটিডি আর সুভাষ রেড্ডির সভাপতিত্বে করা হচ্ছে।