eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রেমিকের বাড়ি থেকে গৃহবধূর দেহ উদ্ধার

দুর্গাপুরে প্রেমিকের বাড়ি থেকে গৃহবধূর দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের ধান্দাবাগ এলাকায় এক তরুণী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত গৃহবধূর নাম অঞ্জনা হাজরা বয়স ১৯ বছর। মঙ্গলবার ভোর রাতে ধান্দাবাগে প্রেমিকের বাড়ি থেকে তার দেহ উদ্ধার। গৃহবধূর মা ও তার পরিজনের দাবি অঞ্জনা হাজরাকে খুন করা হয়েছে। এই মর্মে প্রান্তিকা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন মৃতার পরিজনেরা।

পরিবার সূত্রে জানা যায় বাঁকুড়া মেজিয়া থানার যুগিবাগ, লালবাজারের বাসিন্দা অঞ্জনার বিয়ে হয়েছিল বছর পাঁচেক আগে বাঁকুড়ার গ্রামে। পরবর্তীতে আকাশ হাজরা নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে অঞ্জনা এবং অবশেষে মাস পাঁচেক আগে তার সঙ্গে নতুন করে সংসার শুরু করে। ধান্দাবাগ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন দুজনে।

অঞ্জনার মা টুনি হাজরা জানান ওই ঘটনার পর গতকাল প্রথম ফোন করে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন অঞ্জনা এবং সকলের খোঁজ খবর নেন। এরইমধ্যে আজ ভোর রাতে আকাশ ফোন করে তাকে জানায় অঞ্জনা আত্মহত্যা করেছে। তারা তড়িঘড়ি আকাশের বাড়ি পোঁছে দেখেন তাদের মেয়েকে মাটিতে শোয়ানে রয়েছে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিরে গৃহবধূর প্রেমিক আকাশ জানিয়েছে কিছুদিন ধরেই অঞ্জনা কিছু শারীরিক সমস্যায় ভুগছিল। আজ তাকে ডাক্তার দেখানোর কথা ছিল। চিকিৎসায় কাজ না হলে ঝাড়ফুঁক করার কথাও হয়েছিল। রাতে এক সঙ্গেই শুয়েছিলেন। মাঝরাতে জল খেতে উঠে তিনি দেখেন অঞ্জনা গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তিনি তড়িঘড়ি তাকে নামান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপরই পাড়া প্রতিবেশী ও অঞ্জনার পরিবারের লোকজনকে খবর দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments