নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শনিবার দুর্গাপুরে উদ্বোধন হল নতুন আদালত ভবনের। যার উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেবপ্রসাদ নাথসহ মহকুমা আদালতের বিচারকরা।
প্রসঙ্গত এটি রাজ্যের প্রথম অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত মডেল আদালত ভবন। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে দুর্গাপুরের এই নতুন আদালত ভবন। যেখানে আইনজীবী ও সাধারণ মানুষের জন্যও তৈরি হয়েছে আরামদায়ক পরিবেশ। প্রশাসনের দাবি, এই উদ্যোগ বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে।
এতদিন দুর্গাপুর মহকুমা আদালতের নিজস্ব কোনও ছিল না। দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনের তিন তলায় চলতো আদালতের কাজ। সেই ভবন ত্রমে জীর্ণ হয়ে পড়েছিল। মাঝেমধ্যেই ছাদ থেকে ভেঙে পড়তো চাঙড়। দীর্ঘদিন ধরেই আদালতের নিজস্ব ভবনের দাবি জানিয়ে আসছিল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে একাধিক বার দাবি করেন আইনজীবীরা। অবশেষে নতুন আদালত ভবন তৈরির ছাড়পত্র মেলে এবং ২০২১ সালে সিটি সেন্টার এলাকার রামকিঙ্কর বেজ সরণিতে নতুন আদালত ভবন তৈরির কাজ শুরু হয়। নতুন আদালত ভবন তৈরির দায়িত্ব দেওয়া হয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে (এডিডিএ)। কাজের সূচনা করেছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।





