নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শীতের সকালে শহরে উষ্ণতা ছড়াল শিল্পশহরের টিএমটি বার প্রস্ততকারক এক বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত ম্যারাথন দৌড়। ‘স্বাস্থ্যই সম্পদ’ এই বার্তা নিয়ে ‘দুর্গাপুর টেন-কে’ শীর্ষক ম্যারাথন দৌড় উপলক্ষ্যে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের গান্ধী মোড় সংলগ্ন গান্ধী ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুন প্রসাদ ও দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ শহরের বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে পাতাকা নাড়িয়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
প্রসঙ্গত সরকারি ভাবে, বিশেষত পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শহরে এধরণের ম্যারাথন দৌড়ের আয়োজন হয়ে থাকলেও এই প্রথম কোনও বেসরকারি সংস্থার উদ্যোগে এতবড় মাপের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল। এদিন গান্ধী ময়দান থেকে দৌড় শুরু হয়ে শহরের ১০ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে ফের গান্ধী ময়দানে ফিরে দৌড়টি শেষ হয়। ম্যারাথন শেষে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা।
আয়োজক সংস্থা জয় বালাজি গ্রুপের পক্ষ থেকে ডিরেক্টর গৌরব জাজোদিয়া জানান, এদিন শহরের প্রায় দুহাজারেরও বেশী মানুষ শীত উপেক্ষা করে ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। এছড়াও অংশগ্রহণ করেছিলেন জয় বালাজি সহ শহরের শিল্প তালুকের একাধিক কারখানার শ্রমিক ও কর্মচারীরাও। এদিনের এই ম্যারাথন দৌড়কে ঘিকে শহরের মানুষের উৎসাহ ও উদ্দীপনা দেখে আগামী বছরগুলোতেও এই ধরণের অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন সংস্থার ডিরেক্টর।