নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে পথে নেমে প্রতিবাদ জানাল হিন্দু নাগরিক মঞ্চ। মিছিল করে প্রতিবাদ জানায় তারা। পাশাপাশি বাংলাদেশ সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিক বলেও দাবি তোলেন সংগঠনের সদস্যরা। দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ভিড়িঙ্গি মোড়ে।
এদিনের এই প্রতিবাদ মিছিলে যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সহ কয়েকশো মানুষ। বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। সারা দেশ জুড়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করা হচ্ছে। দুর্গাপুরেও আমরা প্রতিবাদের সামিল হয়েছি। যারা হিন্দুদের উপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলছি।”
প্রসঙ্গত বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে এদেশের একাধিক ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন।